সিনিয়র স্টাফ নার্স নিয়োগ - ২০২৫
আবেদন ফরম

প্রার্থীকে নিম্নোক্ত নির্দেশাবলী অনুসরণ করতে হবেঃ
০১. পূবালী ব্যাংক লিমিটেডের যে কোন অনলাইন শাখা থেকে "Registrar, BMU", একাউন্ট নাম্বার "STD-430" -তে ৫০০/- ( পাঁচশত টাকা) ১৪-০৮-২০২৫ইং বৃহস্পতিবার থেকে ৩১-০৮-২০২৫ইং রবিবার পর্যন্ত জমা দেয়া যাবে । পুবালী ব্যাংকের অনলাইন শাখার তালিকা।
০২. টাকা জমা দেওয়ার পরবর্তী দিন থেকে ০১-০৯-২০২৫ইং সোমবার পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করা যাবে।
০৩. আবেদনপত্রে যা যা স্ক্যান করে আপলোড করতে হবেঃ
     (ক) সদ্যতোলা পাসপোর্ট আকারের রঙ্গিন ছবি (২৪০X২৪০ পিক্সেল); (বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে)
     (খ) স্বাক্ষরের ছবি (৩০০X৮০ পিক্সেল);
     (গ) টাকা জমার ব্যাংক রশিদের কপি;
     (ঘ) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র ( প্রযোজ্য ক্ষেত্রে ) ।
০৪. প্রার্থীকে নিম্নলিখিত তিনটি ধাপে আবেদনপত্র পূরণ করতে হবেঃ
     ধাপ ১ : সাইন আপ (সংক্ষিপ্ত তথ্য)।
     ধাপ ২ : ব্যক্তিগত তথ্য ও ৩নং ক্রমিকে উল্লেখিত স্ক্যান কপি আপলোড করতে হবে ।
     ধাপ ৩ : শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তথ্যাবলী পূরণ করতে হবে।
০৫. প্রয়োজনীয় সকল তথ্য প্রদান করার পরে, "আবেদনপত্র সংশোধন করুন" বাটনে ক্লিক করে সম্পাদনা / সংশোধন করতে পারবেন কিন্তু একবার "চূড়ান্ত জমা দিন" বাটনে ক্লিক করা হলে, সম্পাদনা / সংশোধন করার কোন সুযোগ থাকবে না ।
০৬. আবেদনপত্রে বাংলায় টাইপ করার ক্ষেত্রে বিজয় বায়ান্নো অথবা অভ্র সফটওয়্যার ব্যবহার করুন।
   ** বিজয় বায়ান্নোতে বাংলা লিখতে কী-বোর্ডের Ctrl+Alt+V বাটন একত্রে চাপুন। পুনরায় ইংরেজীতে লিখতে কী-বোর্ডের Ctrl+Alt+V বাটন একত্রে চাপুন।
   ** অভ্রতে বাংলা লিখতে কী-বোর্ডের F12 বাটন চাপুন। পুনরায় ইংরেজীতে লিখতে কী-বোর্ডের F12 বাটন চাপুন।


Tracking Number * : 
           Password * :  
 

* Required

যোগাযোগের তথ্য : ই-মেইল (recruitment_nurse@bsmmu.edu.bd)